ঢাকা মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
এক্সিম ব্যাংকের এএমডি হলেন মো. হুমায়ুন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০১-০৪ ২১:৪৬:০৩

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. হুমায়ুন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী। এর আগে উভয়ই একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। পদোন্নতির আগে মো. হুমায়ুন কবীর সিএফও এবং চিফ রিস্ক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. হুমায়ুন কবীর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং জীবন শুরু করেন। অতঃপর ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এ ব্যাংকে যোগদান করেন।

শাহ্ মো. আব্দুল বারী ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। —বিজ্ঞপ্তি

আশানুর রহমান সিটি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী
বিএফআইইউ প্রধান হলেন শাহিনুল ইসলাম