রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন আব্দুল মান্নান। গতকাল মঙ্গলবার কাজে যোগদান করেন তিনি। আজ বুধবার রাকাবে আব্দুল মান্নানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. জামিল।
১৯৬৭ সালের ৩০ জুন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে বিকম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জনতা ব্যাংকে যোগ দেন। প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে কাজ করেন তিনি।
১৯৯৯ সালে তিনি কর্মসংস্থান ব্যাংকে যোগ দেন। শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সেখানে কর্মরত ছিলেন। গত ১ নভেম্বর তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে সোনালী ব্যাংকে যোগ দেন।
কর্মজীবনে এমবিএ ডিগ্রি অর্জন করেন আব্দুল মান্নান। এ ছাড়া ডিএআইবিবি পরীক্ষাতেও উত্তীর্ণ হন।


