বেসরকারী শরীয়াহ ভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে নতুন নেতৃত্ব এসেছে।
মাহবুব-উল-আলম, চেয়ারম্যান
ব্যাংকটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম সম্প্রতি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ খালি হওয়ায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি মাহবুব-উল-আলমকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। ইসলামী ব্যাংকের এমডির মেয়াদ শেষে তাকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা করা হয়েছিল।
প্রখ্যাত এ ব্যাংকার ১৯৮৪ সালে প্রবেশনারী অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছর কর্মজীবনে তিনি ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট, রিটেইল ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংকিং এবং অপারেশন্স উইং, প্রধান কার্যালয়ের হেড অব ট্রেজারি ও বিভিন্ন ডিভিশন প্রধান এবং বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিজনেস স্কুল অব আয়ারল্যান্ড থেকে ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড (এফআইটি) ডিগ্রি অর্জন করেন এবং আইসিসি বাংলাদেশের টেকনিক্যাল কমিটির সদস্য। ইসলামী ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য এবং ব্যবস্থাপনা বিষয়ে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নিয়মিত রিসোর্স পার্সন।
জাফর আলম, এমডি
পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ ও রেমিট্যান্স মার্কেটিং উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন। এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক মাহবুব উল আলম ১৯৫৬ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এদিকে ব্যাংকটির এমডি কাজী ওসমান আলীর মেয়াদ ১৪ ডিসেম্বর শেষ হয়েছে। তার স্থলে এমডি করা হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংকের অতিরিক্ত এমডি জাফর আলমকে। এর আগে তিনি ইসলামী ব্যাংকের ডিএমডি ছিলেন।
জাফর আলমের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে। দীর্ঘ ২৭ বছরের পেশাজীবনে তিনি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ঢাকা শহরভিত্তিক গুরুত্বপূর্ণ শাখাগুলোর ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা (ডিআইবি) সনদপ্রাপ্ত জাফর আলম দীর্ঘ কর্মজীবনে ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন, বিক্রয় ও বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
তিনি প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
আবু রেজা মো. ইয়াহিয়া, এএমডি
ব্যাংকটিতে অতিরিক্ত এমডি নিয়োগ করা হয়েছে ইসলামী ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়াকে। এ ছাড়া ব্যাংকটিতে নতুন ডিএমডি নিয়োগেরও প্রক্রিয়া চলছে।
আবু রেজা মো. ইয়াহিয়া ১৯৬৩ সালে মাগুরা জেলায় জন্ম গ্রহণ করেন।১৯৮৯ সালে তিনি ইসলামী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসারব কর্মজীবন শুরু করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন ও বাংলাদেশ আইন সমিতির আজীবন সদস্য।
তিনি রাশিয়া, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, মায়ানমান এবং সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ গ্রহণ করেন।