ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ইস্টার্ন ব্যাংক প্রধান কার্যালয়ে জাপান বিজনেস ডেস্কের উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১২-১০ ০৯:৫৩:০০

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি এ দেশে তাদের ব্যবসা আরো বিস্তৃত করতে আগ্রহী। জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) পরিচালিত এক সমীক্ষায় এমনই দেখা গেছে। গতকাল রাজধানীর গুলশানের ইবিএল প্রধান কার্যালয়ে জাপান বিজনেস ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ২০২২ সালে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে এমনই এক পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এ অবস্থায় করোনা মহামারীর প্রতিকূলতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইবিএলে জাপান বিজনেস ডেস্ক স্থাপন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

প্রসঙ্গত, জাপানি কোম্পানি এবং ব্যক্তি গ্রাহকদের ওয়ান-স্টপ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য নিয়েই ইবিএল জাপান বিজনেস ডেস্ক স্থাপন করেছে। এখানে জাপানি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত বিভিন্ন ব্যাংকিং প্রডাক্ট ও সেবা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তা সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে পাওয়া যাবে।

অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইনকৃত বিভিন্ন প্রডাক্ট ও সেবার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। জেট্রোর কান্ট্রি প্রতিনিধি ইউজি এন্ডোসহ কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধিতে জাপান বিশ্বাস করে। এ দর্শনের ওপর ভিত্তি করেই দেশীয় অবকাঠামো চিত্র রূপান্তরে জাপান বাংলাদেশকে সহায়তা প্রদান করছে এবং আমাদের উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি বলেন, জাপানের আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে তা অবশ্যই বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিতে পরিবর্তন আনবে।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার