সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান সম্প্রতি পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার হিসেবে জেনারেল ম্যানেজার অফিস কুমিল্লায় প্রধান হিসেবে যোগদান করেছেন।
পদোন্নতির আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা সিটি কলেজ থেকে বিকম এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে যোগদান করেন।
সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা যেমন সুপ্রিম কোর্ট শাখা, ওয়াপদা কর্পোরেট শাখা, উত্তরা মডেল টাউনসহ ব্যাংকের বিভিন্ন শাখাসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
মো. মনিরুজ্জামান বিভিন্ন সময় দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ইদীলকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে সন্তানের বাবা।