ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হলেন সিরাজুল ইসলাম
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১১-০৫ ২১:৩১:০০

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার সোনালী ব্যাংক লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতির আগে তিনি প্রধান কার্যালয়েই জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

সিরাজুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করে ১৯৮৬ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। সুদীর্ঘ চাকরিজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা এবং প্রধান র্কাযালয়ের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন, ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ইতোপূর্বে দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন সিরাজুল ইসলাম। তিনি ১৯৬৩ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
পদ্মা ব্যাংক থেকে নাফিজ সরাফতের পদত্যাগ