ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
সোনালী ব্যাংকের নতুন জিএম তাওহিদুল ইসলাম
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-২৫ ০৯:৪৮:২৩

সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন তাওহিদুল ইসলাম।

সোমবার (২৫ অক্টোম্বর) ব্যাংকের পক্ষ থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির আগেও তিনি একই দায়িত্ব পালন করছিলেন।

তাওহিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেন।

সুদীর্ঘ চাকরি জীবনে তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও কার্যালয়; লন্ডন শাখার ব্যবস্থাপক এবং সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড এর অপারেশন ম্যানেজার; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন; প্রিন্সিপাল অফিস, ঢাকা-ইস্ট এর প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন সময় দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তাওহিদুল ইসলাম ১৯৬৬ সালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন
এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান