ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
জনতা ব্যাংকে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-১৭ ১০:৫২:০৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে জনতা ব্যাংক লিমিটেড এর সম্পাদিত ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২’ এর কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পাদন এবং গতিশীল করার লক্ষ্যে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ)’ শীর্ষক দিনব্যাপী (১৬-১০-২০২১) একটি ভার্চুয়াল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা এবং এমআইএস ডিপার্টমেন্ট এর ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। উক্ত ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মসূচীতে জনতা ব্যাংক লিমিটেড এর সর্বস্তরের নির্বাহী, সকল বিভাগীয় ও এরিয়া প্রধান, সকল শাখা ব্যবস্থাপক এবং এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ সর্বমোট ৭৫০ জন প্রশিক্ষণার্থী ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

জনতা ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ সংশ্লিষ্ট সূচকসমূহের ক্ষেত্রে জনতা ব্যাংকের এ যাবত অর্জিত সাফল্য এবং এতদ্বিষয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা করেন।

অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার এ.বি.এম. রুহুল আজাদ তাঁর বক্তব্যে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির ধারণাসমূহ বিশদভাবে তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে জনতা ব্যাংক থেকে এক লাখ কোটি টাকার উর্দ্ধে আমানত সংগ্রহ ব্যাংকের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। এছাড়াও জনতা ব্যাংকের অন্যান্য সাফল্যসমূহের উপরেও বিস্তারিত আলোকপাত করেন।

উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও এপিএ সদস্য রুখসানা হাসিন, উপ-সচিব ও এপিএ সদস্য মাকছুমা আকতার বানু এবং এসপিও ও এপিএ সদস্য ফয়সাল আহমেদ।

উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে অত্র ব্যাংকের ডিএমডি মো. জসীম উদ্দিন ও মো. আব্দুল জব্বার, সিএফও এ.কে.এম. শরীয়ত উল্যাহ এবং স্টাফ কলেজের প্রিন্সিপাল (জিএম) মো. রুহুল আমিনসহ অন্যান্য নির্বাহীবৃন্দ সংযুক্ত ছিলেন।

রূপালী ব্যাংকে অফশোর ব্যাংকিং বিষয়ক সেমিনার
রাষ্টায়াত্ব ব্যাংকের শীর্ষকর্তাদের ১৬ শতাংশ নারী
সোনালী ব্যাংকের নতুন পদোন্নতির  নীতিমালা বাতিলে রুল