ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
ব্যাংক-ডাচ-বাংলা ব্যাংকে চালু হলো অটোমেটেড চালান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৯-০৬ ১২:২৭:০৪

অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব/কর পরিশোধের লক্ষে বাংলাদেশ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সোমবার (০৬ সেপ্টেম্বর) এই চুক্তি স্বাক্ষর করা হয় বলে ডাচ-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস এবং বাজেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসাইন ও ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও আবুল কাশেম মো. শিরিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, আহমেদ জামাল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ডাচ-বাংলা ব্যাংকের যেকোন শাখা থেকে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে রাজস্ব/কর সহজেই পরিশোধ করা যাবে। এছাড়া ব্যাংকের নেক্সাস গেটওয়ের মাধ্যমেও এই সেবাটি পাওয়া যাবে।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার