ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
সোনালী ব্যাংক প্রবাসীদের টাকা ‘৫ সেকেন্ডে’ দেশে আনবে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-২৪ ১১:৪৭:৩৩

প্রবাসীদের পাঠানো টাকা ৫ সেকেন্ডে দেশে আনতে ব্লেজ নামে একটি রেমিটেন্স সেবা চালু করতে যাচ্ছে সোনালী ব্যাংক।

সোমবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি জানিয়েছে, এই সেবা চালু হলে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে মাত্র ৫ সেকেন্ডে বাংলাদেশে রেমিটেন্স গ্রহীতার অ্যাকাউন্টে জমা হবে।

সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএল যৌথভাবে এই সেবা চালু করছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বাংলাদেশে ৩৫টির মত ব্যাংক ব্লেজ সেবাটি দিতে পারবে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা এই সেবা পাওয়া যাবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সেবা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রেমিট্যান্সে ভাটা, প্রণোদনা বাড়ানোর দাবি প্রবাসীদের
রেমিট্যান্স আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
হজযাত্রীরা ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন