ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
আবারো এআইবিএলের ঝুঁকি ব্যবস্থাপনার চেয়ারম্যান বদিউর রহমান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-১৬ ১১:২৯:২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) পর্ষদীয় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বদিউর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬২তম সভায় তিনি পুনর্নির্বাচিত হন।

সোমবার (১৬ আগস্ট) ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বদিউর রহমান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত রয়েছেন।

রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী
বিএফআইইউ প্রধান হলেন শাহিনুল ইসলাম
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন