ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
করোনায় সােশ্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-০২ ১১:৪৭:০৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২ আগস্ট ) সকাল ৬টা ১৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।   

জাকির হোসেন ২০০৩ সালে এসআইবিএল-এ যোগদান করেন এবং ২০১৭ সাল থেকে এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংক পরিবার এই সহকর্মীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শংসপ্ত পরিবারের প্রতি  সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন
এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান