ঢাকা বুধবার, নভেম্বর ৫, ২০২৫
প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি এবং সিবিও কাজী আহ্সান খলিল
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-১৩ ১২:২৭:১০

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী আহ্সান খলিল। দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাজী আহ্সান খলিল ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি মধুমতি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড এবং মধুমতি ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

কাজী আহ্সান খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কান্তা বিশ্বাস এর ডেঙ্গুতে মৃত্যু
জিয়াউল হাসান আবারও সোনালী ব্যাংকের চেয়ারম্যান
ওয়ান ব্যাংকের তরুণ কর্মকর্তার মৃত্যু