ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে নটরডেম ইউনিভার্সিটির চুক্তি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-১৩ ১০:৫৪:৪৯

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১২ জুলাই) এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘এমবিএল রেইনবো’ এবং কালেকশন বুথের মাধ্যমে নটরডেম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিউশন ফি, অ্যাডমিশন ফি এবং অন্যান্য ফি সংগ্রহ করবে।

মঙ্গলবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং নটরডেম ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফেনী চুক্তিতে স্বাক্ষর করেন।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী এবং নটরডেম ইউনিভার্সিটির রেজিস্ট্রার ফাদার অ্যাডাম এস. পেরেইরা, সিএসসি, প্রক্টর ফাদার লরেন্স এন. দাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার সুব্রত বি. টলেন্টিনো সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলন মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও হেড অব ট্রেজারি অসীম কুমার সাহা, এসইভিপি ও হেড অব করপোরেট ব্যাংকিং ডিভিশন শাহ মো. সোহেল খুরশীদ, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, এভিপি ও হেড অফ মার্কেটিং ডিভিশন (ভারপ্রাপ্ত) তপন জেমস রোজারিও এবং নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে ডেপুটি রেজিস্ট্রার ড. ফাদার শংকর এল. রোজারিও, সিএসসি, স্টুডেন্ট কাউন্সিলর ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, ডিরেক্টর: এইচআর ফাদার পংকজ এক্স. নকরেক, সিএসসি, ডিরেক্টর: ফাইন্যান্স ফাদার অমল এ. রোজারিও।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার