রাজধানী ঢাকায় এখন থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। রোববার লকডাউনের শর্ত শিথিল করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট আরও বেশি সময় খোলা রাখার অনুমতির জন্য দেনদরবার চলছিল। এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশ এই সিদ্ধান্তে এল।
নিউমার্কেট ব্যবসায় সমিতির সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ সময় খোলা রাখলে ভিড়ভাট্টা কম হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পথও সুগম হবে। এই বিবেচনা থেকে ব্যবসায়ীরা সময় বাড়ানোর অনুরোধ করেছিলেন।