ঢাকা মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
পূবালী ব্যাংকের এমডি হলেন শফিউল আলম খান চৌধুরী
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-১২ ২১:৩৯:১৮

পূবালী ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন শফিউল আলম খান চৌধুরী। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এ পদে নিয়োগ দেন। এর আগে তিনি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকের অতিরিক্ত এএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে একই ব্যাংকের সর্বোচ্চ পদে নিযুক্ত হলেন শফিউল আলম খান চৌধুরী। এর আগে তিনি প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির প্রধান, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক, করপোরেট শাখাপ্রধান, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান, উপব্যবস্থাপনা পরিচালকসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শফিউল আলম খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে শিক্ষানবিশ সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। তিনি দেশে-বিদেশে ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। —বিজ্ঞপ্তি

আশানুর রহমান সিটি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী
বিএফআইইউ প্রধান হলেন শাহিনুল ইসলাম