ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
এমটিবির ডিএমডি হলেন মো. খালিদ মাহমুদ খান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-০৪ ২২:৪৫:৪৭

মো. খালিদ মাহমুদ খান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার দীর্ঘ ২১ বছরের পেশাজীবনের মধ্যে গুরুত্বপূর্ণ ১৩টি বছর তিনি ব্যাংকটির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথে গুরুত্বপূর্ণ তিনিটি শাখায় ব্যবস্থাপক হিসেবে সার্থকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও দেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে পেশা শুরু করেন। করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, উদীয়মান করপোরেট, স্থানীয় করপোরেট এবং এসএমই ও রিটেইলে রিলেশনশিপ ম্যানেজমেন্টে সম্যক ব্যাংকিং অভিজ্ঞতা এবং লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ ও জেনারেল ব্যাংকিংয়ে বাস্তব অভিজ্ঞতা রয়েছে তার।—বিজ্ঞপ্তি

 ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
পদ্মা ব্যাংক থেকে নাফিজ সরাফতের পদত্যাগ