ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
মধুমতি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-০২ ০৯:৪৭:১১

মধুমতি ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে টেকনোলজি ডেভেলপমেন্ট/আপগ্রেডেশন ফান্ডের জন্য পুনঃঅর্থায়ন গ্রহণের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরের উপস্থিতিতে অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে রফতানিমুখী শিল্প খাতের প্রযুক্তিগত উন্নয়নের জন্য পুনঃঅর্থায়ন তহবিল গ্রহণ করতে পারবে মধুমতি ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহ্সান খলিল, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদারসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার