মধুমতি ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে টেকনোলজি ডেভেলপমেন্ট/আপগ্রেডেশন ফান্ডের জন্য পুনঃঅর্থায়ন গ্রহণের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরের উপস্থিতিতে অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে রফতানিমুখী শিল্প খাতের প্রযুক্তিগত উন্নয়নের জন্য পুনঃঅর্থায়ন তহবিল গ্রহণ করতে পারবে মধুমতি ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহ্সান খলিল, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদারসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি