রপ্তানিমুখী শিল্পখাতের প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আয়তায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে ঋণ প্রদানের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়।
আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসইতা অধিকতর বৃদ্ধিকল্পে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, জ্বালানি সাশ্রয় ও দক্ষতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং উৎপাদন যন্ত্রপাতি ও প্রযুক্তির আধুনিকায়নের নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার, উপমহাব্যবস্থাপক চৌধুরী লিয়াকত আলী, স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, ইনভেস্টমেন্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার মন্ডলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।