ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
বেসিক ব্যাংকের নতুন এমডি আনিসুর রহমান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-০১ ০৭:৫০:৫৭

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে যোগদান করেছেন মো. আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার তিনি যোগ দিয়েছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

এর আগে মো. আনিসুর রহমান অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। মো. আনিসুর রহমান ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগ দেন।

চাকরিজীবনে আনিসুর রহমান শাখা ব্যবস্থাপক, অঞ্চলপ্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে কৃতিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস (ডিএআইবিবি)। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী
বিএফআইইউ প্রধান হলেন শাহিনুল ইসলাম
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন