ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
যমুনা ব্যাংকের নতুন ডিএমডি ফজলে কাইয়ুম
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-২৮ ০৩:৩৮:০১

যমুনা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন ফজলে কাইয়ুম। ৩৬ বছর ধরে তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট পদে কর্মরত ছিলেন। এ সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও করপোরেট ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮২ সালে তিনি এবি ব্যাংক লিমিটেড, তত্কালীন আরব বাংলাদেশ ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে এফআইয়ের সিনিয়র ম্যানেজমেন্টের সদস্য হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে তিনি যমুনা ব্যাংকে যোগদান করেন এবং করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংক ম্যানেজমেন্টের ওপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস ও পরিচালন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তার।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার