ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
এনআরবি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাকীর আমিন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-২৩ ০৯:১১:৫৮

এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. শাকীর আমিন চৌধুরী। এই ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করে বেসরকারি আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে ট্রেনি অফিসার হিসাবে জনাব চৌধুরী তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

দীর্ঘ ৩৫ বছরের বর্ণিল কর্মময় জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, অ্যান্টি মানিলন্ডারিং, ফরেন ট্রেড, ব্যাঞ্চ অপারেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর