ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
সিটি ব্যাংকের সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-২২ ২২:১৩:২৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ও সাত শতাংশ বোনাস।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ২৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল দুই টাকা ৫৯ পয়সা।

এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে তিন টাকা ৯৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল দুই টাকা ৪৩ পয়সা।

আগামী ১৯ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার