ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আবু ফরাহ মো. নাছের
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-১৪ ১২:০১:৫৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া আবু ফরাহ মো. নাছেরকে ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে ডিজি পদে নিয়োগ দেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) আবু ফরাহ মো. নাছের এর পিআরএল স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) ধারার বিধান এবং এতদসংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১১ জুন, ২০১৯ তারিখে জারিকৃত ৫৩,০০,০০০০.৩১১.১১.০০১.১৮-৩০৬ নং প্রজ্ঞাপন অনুযায়ী তাঁর বয়স ৬২(বাষট্টি) বছর পূর্তি অর্থাৎ ২৩.০২.২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত তাঁকে বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর এর শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জানা গেছে, ফরাহ নাছের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তাঁর আগে বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়া ১০ জনের বেশি নির্বাহী পরিচালক এখনো চাকরিতে বহাল আছেন। তবে ফরাহ নাছের বেশি বয়সে বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার কারণে তাঁর চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গভর্নর ফজলে কবিরের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন ফরাহ নাছের। এ কারণে তাঁকে ডিজি হিসেবে বেছে নেওয়া হচ্ছে।

সুদহার ১৪ শতাংশের ওপরে যেতে দেওয়া হবে না
বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা চাকরি ছাড়লেন
ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছায় একীভূত হতে পারবে ব্যাংক