ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
রাঙ্গামাটিতে আদা চাষে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-০১ ১১:১৫:৪৬

‘দেশের পাহাড় জাগলো বলে বাংলাদেশ আজ ধন্য আদা-হলুদ করবে আবাদ, সারাদেশের জন্য’ এই স্লোগানে দেশকে আদা চাষে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষে রাঙ্গামাটিতে রূপালী ব্যাংকের উদ্যোগে আদা চাষে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় রূপালী ব্যাংকের পার্বত্য অঞ্চলের শাখাসমূহের বাস্তবায়নে পর্যটন হলিডে কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান আদা চাষিদের হাতে ঋণের চেক তুলে দেন।

এই কর্মসূচির আওতায় ব্যাংক ৫০০ কৃষকের মাঝে সর্বমোট ৫ কোটি টাকা বিতরণ করবে।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিভাগের জিএম মো. মজিবর রহমান এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকে অফশোর ব্যাংকিং বিষয়ক সেমিনার
রাষ্টায়াত্ব ব্যাংকের শীর্ষকর্তাদের ১৬ শতাংশ নারী
সোনালী ব্যাংকের নতুন পদোন্নতির  নীতিমালা বাতিলে রুল