ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
গোপালগঞ্জে খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-২৪ ১১:৩১:২৬

গোপালগঞ্জে অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শহরের ব্যাংকপাড়ার খোন্দকার মঞ্জিলের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

বাদ এশা রাত সাড়ে ৮ টায় শহরের কোটর্ মসজিদ প্রাঙ্গনে খোন্দকার ইব্রাহিম খালেদের ৪র্থ ও শেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

র আগে সন্ধ্যা ৬টার দিকে একটি লাশবাহী গাড়িতে করে ঢাকা থেকে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসভবনে নিয়ে আসা হলে গোটা এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশের ব্যাংকিং জগতের দিকপাল ও গোপালগঞ্জের কৃতি সন্তান খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) করোনায় আক্রান্ত হয়ে বুধবার ভোর পৌনে ৬ টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থান মারা জান। তিনি স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

সুদহার ১৪ শতাংশের ওপরে যেতে দেওয়া হবে না
বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা চাকরি ছাড়লেন
ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছায় একীভূত হতে পারবে ব্যাংক