ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
দাকোপে ডাচ্‌-বাংলার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-১৮ ২১:৩০:৪১

খুলনার দাকোপে উপজেলা সদর চালনা বাজারে ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্বোধন হয়েছে। বুধবার চালনা বাজারের খান মার্কেট চত্বরে সমাজ সেবক ছাব্বির আহম্মেদের সভাপতিতে এবং রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তৃতা করেন ব্যাংকের রিজওনাল হেড এ এইচ এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের এরিয়া ম্যানেজার আবুল হোসেন শেখ, সিনিয়র সেলস ম্যানেজার রফিকুল ইসলাম, সঞ্জয় কুমার রায়, ব্যাংকের দাকোপ মাষ্টার এজেন্ট মানবেন্দ্র প্রামাণিক, উপজেলা কৃষকলীগ সভাপতি গোলাম হোসেন শেখ, ব্যাংকের দাকোপের এজেন্ট মেজবাউদ্দিন, শেখ হুমায়ন কবির প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোফসিন আলম, যোগেশ রায়, পৌর কাউন্সিলর নাসিমা বেগম প্রমুখ।

ব্যাংক আলফালাহ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া, সমঝোতা স্মারক সই
কাইজার এ চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান
ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে