লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হওয়ায় রবির কর্মকর্তাদের বিএসইসির জরুরী তলব

ব্যাংকবীমাবিডি || ২০২১-০২-১৬ ২১:২৬:২৩

image

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ব্যাখ্যা জানতে দেশে টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি রবি আজিয়াটার কর্মকর্তাদের ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ঢাকার আগারগাঁওয়ে বিএসইসির দপ্তরে তাদের ডাকা হয়েছে বলে কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিএসইসির একজন কর্মকর্তা বলেন, লভ্যাংশ না দেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে রবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বসবেন।

সোমবার কোম্পানির ওয়েবসাইটে রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ অনুমোদিত ২০২০ সালের আর্থিক বিবরণীর যে সংক্ষিপ্তসার প্রকাশ করা হয়েছে, তাতে কোনো লভ্যাংশ প্রস্তাব করা হয়নি।

অথচ রবি আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি ৭০০ শতাংশের বেশি মুনাফা করেছে। রবির এমন সিদ্ধান্ত বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে।

রবি আজিয়াটার চতুর্থ প্রান্তিকের আর্থিক বিবরণী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে বসার কথা ছিল কর্মকর্তাদের। সেখানে রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল।

কিন্তু বিএসইসি রবির কর্মকর্তাদের ডাকার পর সোমবার রাতে সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করে বিকাল ৩টায় তা করার কথা জানায় রবির পক্ষে দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ প্রতিষ্ঠান।

রবির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে ৭২৫ শতাংশ।

২১ মার্চ রবি আজিয়াটার সাধারণ সভায় আর্থিক বিবরণীর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৮ মার্চ। অনুমোদন পেলে বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাবেন না। সাধারণত পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত সাধারণ সভায় পাল্টায় না।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১