দীর্ঘমেয়াদি ও নিরাপদ বিনিয়োগের ভালো মাধ্যম হতে পারে সুকুক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০২-১১ ০০:০৯:৩৭

image

অবকাঠামো এবং শিল্পের জন্য দীর্ঘমেয়াদি ও নিরাপদ অর্থায়নে শরিয়াহভিত্তিক সুকুক বন্ড হতে পারে সবচেয়ে ভালো মাধ্যম। এর বড় কারণ বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। শরিয়াহভিত্তিক লেনদেনে তাদের বেশিরভাগের আগ্রহ বাড়ছে। এ বিষয় বিবেচনা করে সম্প্রতি সুকুক বন্ড চালু করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের এ খাতে বিনিয়োগের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে দুবাইয়ের রোড শোতে।

মধ্যপ্রাচ্যের বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আয়োজিত রোড শোর দ্বিতীয় দিনে 'সুকুক :দ্য নিউ ইনভেস্টমেন্ট অপরচ্যুনিটি ইন বাংলাদেশ' শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দুবাইয়ের পার্ক হায়াত হোটেলে 'দ্য রাইজ অব বেঙ্গল টাইগার :পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট' শীর্ষক চার দিনের এ রোড শো আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ইউসিবি স্টক ব্রোকারেজ।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশে এ মুহূর্তে পদ্মা সেতুসহ অনেক বড় অবকাঠামো প্রকল্প হচ্ছে। এগুলোর অর্থায়নে অনেক বিনিয়োগ লাগছে। ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প হবে। অনেক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, যেখানে বড় শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করছে। এমন প্রেক্ষাপটে শেয়ারবাজার এবং বন্ডে বিনিয়োগের মাধ্যমে দেশের অবকাঠামো ও শিল্প খাতে প্রবাসী এবং বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, অবকাঠামো ও শিল্প খাতে দীর্ঘমেয়াদি ও নিরাপদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে সুকুক বন্ডের চেয়ে ভালো কিছু হতে পারে না। শরিয়াহভিত্তিক হওয়ায় উদ্যোক্তাকে নির্দিষ্ট হারে কোনো সুদ দিতে হবে না, শুধু মুনাফার একটা অংশ শেয়ার করবেন। আবার যেসব বিনিয়োগকারী সুদ নিতে চান না, তাদের জন্যও এটা খুব ভালো বিনিয়োগ মাধ্যম।

বাজার সংক্ষেপ :এদিকে একদিন বৃদ্ধির পর আবারও বেশিরভাগ শেয়ার দর হারিয়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল ৯৫টির বাজারদর বেড়েছে, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১১১টির। বেশিরভাগ শেয়ারের দর কমলেও কিছু বৃহৎ মূলধনি কোম্পানির শেয়ারদরে ভর করে সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৫৫০৯ পয়েন্ট ছাড়িয়েছে। গতকাল দিনব্যাপী ৭৮৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে ৭২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ১০৫টির দর কমেছে। কেনাবেচা হয়েছে ৫৫ কোটি টাকার শেয়ার।

গতকাল শেয়ারবাজারে তওফিকা ইন্ডাস্ট্রিজ নামে আরও একটি কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথম দিনে দেশের দুই শেয়ারবাজারে কোম্পানিটির মাত্র ৩৫ হাজার ৩০৬ শেয়ার হাতবদল হয়েছে। যদিও লেনদেনের শুরুতে সকালে ডিএসইতে প্রায় দুই কোটি ও সিএসইতে ৪১ লাখ শেয়ার কেনার চাহিদা ছিল। আইপিও প্রক্রিয়ায় কোম্পানিটি তিন কোটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা দরে বিক্রি করে মোট ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল। সেকেন্ডারি শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনে আইপিও ইস্যু মূল্যের ওপর সার্কিট ব্রেকার নির্ধারিত ৫০ শতাংশ বেশি দরে ১৫ টাকায় কেনাবেচা হয়েছে।

তওফিকা ছাড়া গতকাল সর্বাধিক ৯ শতাংশ দর বেড়েছে গোল্ডেন সনের, সর্বশেষ কেনাবেচা হয়েছে ১৪ টাকা দরে। দরবৃদ্ধির এর পরের অবস্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স, শ্যামপুর সুগার, বেক্সিমকো লিমিটেড, রবি ও প্রাইম ইন্স্যুরেন্স।

এদিকে কারিগরি ত্রুটির কারণে গতকাল পিএফআই সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউস থেকে কোনো শেয়ার কেনাবেচা হয়নি।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১