লেনদেনের সেরা কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২৮০ কোটি ৩৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৭ দশমিক ৪৭ শতাংশ অবদান রেখেছে।
রবি আজিয়াটা লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনে রবি আজিয়াটার অবদান মাত্র ৭ দশমিক ২৩ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা শীর্ষ দশ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১