গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০তম ট্রেনিং কোর্সের উদ্বোধন

ব্যাংকবীমাবিডি || ২০২১-০২-০৪ ২৩:১৬:০৭

image

দক্ষ ও আধুনিক মানব সম্পদ তৈরী করার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংকের নিজস্ব ক্যাম্পাসে ২০তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত । উদ্বোধনী  বক্তৃতায় তিনি  ৪র্থ প্রজন্মের এ ব্যাংকটিকে উদার ও আধুনিক ব্যাংক হিসেবে গড়ে তুলতে সকলকে সচেষ্ট ও যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন।

এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৩০ জন ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট অফিসার অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল অখিল চন্দ্র সরকার, ফেকাল্টি মেম্বার আবদুল মান্নানসহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১