দুদকে হাজির হতে সময় প্রার্থনা এনআরবি ব্যাংকের তিন পরিচালকের

ব্যাংকবীমাবিডি || ২০২১-০২-০২ ২১:১৫:৪৯

image

এনআরবি গ্লোবাল ব্যাংকের তিন পরিচালকসহ চার ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিতে সময় প্রার্থনা করেছেন। গতকাল মঙ্গলবার পৃথক আবেদনে তারা সময় প্রার্থনা করেন। তিন কর্মকর্তা হলেন,এনআরবি ব্যাংকের পরিচালক নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান, তাদের বাবা ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান এবং পরিচালক ইদ্রিস ফরায়জী। অবৈধভাবে অর্জিত অর্থে ব্যাংকের শেয়ার ক্রয় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান পর্যায়ে গত সোমবার তাদের তলবি নোটিশ দেয়া হয়। সহকারী পরিচালক সিরাজুল হকের স্বাক্ষরে নোটিশ প্রাপ্তির পরপরই গতকাল তারা সময় চেয়ে আবেদন করেন।

দুদকের তলবি নোটিশে বলা হয়, চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকের বিপুল অংকের শেয়ার কেনাসহ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১