ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-৩০ ১০:২০:১৯

image

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন।

ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির ও মুহাম্মদ সাঈদ উল্যাহ। জোনের শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশন্স ও ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১