করোন মহামারির কারণে রফতানি উন্নয়ন তহবিলে (ইডিএফ) ফের ঋণের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঋণের সীমা আগের মতোই ৩ কোটি মার্কিন ডলার রাখা হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী আকবর স্বাক্ষরিত বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের এক সার্কুলারে এ নির্দশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, করোনা মহামারি বিবেচনা করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত রফতানি উন্নয়ন তহবিলের ঋণের সময় বাড়ানো হয়েছে। এছাড়া রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বস্ত্র শিল্প মিল মালিকদের সংগঠন বিটিএমই’র সদস্যরা আগের মতোই ইডিএফ থেকে সর্বোচ্চ ৩ কোটি ডলার ঋণ গ্রহণ করতে পারবেন।
এর আগে রফতানি উন্নয়ন তহবিলের আকার ৩৫০ কোটি থেকে ৫০০ কোটি ডলারে উন্নীত করা হয়। এর ফলে ১৫০ কোটি ডলারের সমপরিমাণ অর্থাৎ অতিরিক্ত ১২ হাজার ৭৫০ কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হয়েছে। ঋণের সুদহারও কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়।
উল্লেখ্য, ইডিএফ কেন্দ্রীয় ব্যাংকের একটি তহবিল, যা থেকে শুধু রফতানিকারকরা বৈদেশিক মুদ্রায় ঋণ নিতে পারেন।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১