আগামীকাল গভর্নরের সঙ্গে ব্যাংক এমডিদের বৈঠক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-২৬ ১০:২১:২৩

image

দেশের সবকটি তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আগামীকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এএন হামিদুল্লাহ সম্মেলন কক্ষ থেকে গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বৈঠকে অংশ নিবেন।

বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের অগ্রগতি, আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থতাসহ ব্যাংকিং খাতের সমগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে ‘ব্যাংকার্স সভা’ আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। স্বাভাবিক পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।  সর্বশেষ ২০২০ সালের ১৪ জানুয়ারি সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের উপস্থিতিতে সভাটি হয়েছিল।

এরপর করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে বিদায়ী বছরের ব্যাংকার্স সভা আয়োজন করা সম্ভব হয়নি।  তবে গত ১৭ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ ব্যাংকার্স সভা আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাংক।  কালকের বৈঠকে আগের দুটি ব্যাংকার্স সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন বিষয়ে পর্যালোচনা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকার্স সভাটি কেন্দ্রীয় ব্যাংকের রুটিন কাজ। মহামারী সৃষ্ট পরিবর্তীত পরিস্থিতিতে সবার শারীরিক উপস্থিতিতে এবার সভাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এজন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হবেন। সভায় দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১