ঢাকার হেমায়েতপুর থেকে গণধর্ষণ ও চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) রাতে র্যাব-৪ এর একটি দল সাভার থানার হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। jagonews24 বৃহস্পতিবার র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদককারবারি ও অস্ত্রপ্রদর্শনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করায় কেউ ফরিদের বিরুদ্ধে কথা বলতে সাহস করতো না। তার বিরুদ্ধে সাভার থানায় মামলা করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১