বিদেশ থেকে আন্তঃকোম্পানি ঋণ নেয়া সহজ হলো

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-১৯ ১১:২৯:৩৬

image

বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর মূল (প্যারেন্ট) কোম্পানি বা শেয়ার গ্রহীতার কাছ থেকে স্বল্প মেয়াদে ঋণ নিতে পারবে সেবা শিল্প প্রতিষ্ঠান। আগে এ ধরনের ঋণ পেতো শুধু উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক একটি প্রজ্ঞাপন  জারি করেছে।

এতে বলা হয়, প্রস্তুতকারক খাতের প্রতিষ্ঠানগুলোর মতো সেবাখাতের শিল্প প্রতিষ্ঠানগুলোও এখন থেকে তাদের বিদেশি প্যারেন্ট কোম্পানি বা শেয়ারগ্রহীতাদের কাছ থেকে স্বল্প মেয়াদী চলতি মূলধনী ঋণ নিতে পারবে।

তবে এ সুবিধা ট্রেডিং বা ব্যবসা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে না।

উৎপাদন ও সেবা কার্যক্রম শুরু থেকে ৬ বছর পর্যন্ত এ সুবিধা নিতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আগে এই সুবিধা নেয়ার সময়সীমা ছিল সর্বোচ্চ ৩ বছর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এই ঋণ নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ পরিশোধ করতে পারবে প্রতিষ্ঠানগুলো। স্বল্পমেয়াদি ঋণ পরিশোধের সময় হবে সর্বোচ্চ এক বছর।

তবে প্রতিষ্ঠানগুলো চাইলে ঋণ বাবদ প্রাপ্ত বিদেশি মুদ্রা টাকায় রূপান্তরের পর তার ওপর ব্যাংকের বিদ্যমান ৩ মাস মেয়াদী আমানতের প্রযোজ্য সুদসহ ঋণের অর্থ পরিশোধ করতে পারবে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১