সর্বোচ্চ দর বেড়েছে সিটি ব্যাংকের

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-১৭ ০৮:১২:২৮

image

দেশের পুঁজিবাজারে রোববার (১৭ জানু্য়ারি) সূচকের পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দর বেড়েছে সিটি ব্যাংক লিমিটেডের। কোম্পানি ডিএসই দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিটি ব্যাংকের শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ৭১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে তিতাস গ্যাস। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ৪০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন্যাশনাল ব্যাংক দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৫৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সোনালী আঁশ, সামিট এলায়েন্স পোর্ট, সামিট পাওয়ার, ইসলামি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ডেসকো, ব্রাক ব্যাংক লিমিটেড।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১