এখন থেকে এই তহবিল থেকে একজন ছোট উদ্যোক্তা তিন কোটি টাকা ঋণ নিতে পারবেন। আর মাঝারি উদ্যোক্তারা পাবেন পাঁচ কোটি টাকা।
এতদিন এসএমইডিপি-২ (ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্প-২) নামের এই পুনঃঅর্থায়ন তহবিল থেকে ছোট উদ্যোক্তারা ১ কোটি টাকা এবং মাঝারি উদ্যোক্তারা ৩ কোটি টাকা ঋণ নিতে পারতেন।
বুধবার ওই সীমা পরিবর্তন করে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক; তা পাঠানো হয়েছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে।
এতে বলা হয়, “কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্পখাত উন্নয়নে গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সীমা বর্ধিতকরণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে,
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং এডিবি’র যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে-
এদিকে মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে এই তহবিলের ঋণের সুদের হারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ছোট উদ্যোক্তারা ৬ শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ পাচ্ছেন।
গত বছরের ২৪ নভেম্বর এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে।
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা সম্প্রসারণের জন্য ২০১৭ সালের নভেম্বরে এডিবি’র সহায়তায় ২৪ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১