ঢাকা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মইন উদ্দিন

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-০৬ ১২:৪৬:২৬

image

এএমএম মইন উদ্দিন সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নিত হয়েছেন।

তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইটি অপারেশনস, আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, আইটি অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় মইনের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালের ১ এপ্রিল তিনি ঢাকা ব্যাংকে ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। বর্তমানে মইন ব্যাংকের অপারেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ছিলেন।  

ব্যাংকিং খাতে যোগদানের আগে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্ম এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট হাউসে সফটওয়্যার ডেভেলপার এবং ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। মইন তার ব্যাংকিং কর্মজীবনে কোর ব্যাংকিং, পেমেন্ট ও ফিন্যান্সিয়াল সিস্টেম বাস্তবায়ন, প্রসেস অটোমেশন, ডেটা কনভার্সন এবং আইটি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১