বছরের শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-০৫ ০৪:১৩:৪৬

image

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত বছরের শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় প্রথম স্থান দখল করছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি সিকিউরিটিজ ও তৃতীয় স্থানে আছে এবি  সিকিউরিটিজ।

ডিএসইর গত বছরের শীর্ষ ২০ ডিলারের তালিকার চতুর্থ স্থানে ইউনাইটেড সিকিউরিটিজ, পঞ্চম স্থানে আইডিএলসি সিকিউরিটিজ, ছষ্ঠ স্থানে এমটিবি সিকিউরিটিজ, সপ্তম স্থানে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, অষ্টম স্থানে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, নবম স্থানে দোহা সিকিউরিটিজ, ১০ম স্থানে শেলটেক ব্রোকারেজ এবং ১১তম স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ।

শীর্ষ ২০ ডিলারের তালিকায় যথাক্রমে রয়েছে- সার সিকিউরিটিজ, ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, শান্তা সিকিউরিটিজ, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ডিএলআইসি সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজ।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১