জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা সংস্থার বিশেষ নিরীক্ষায় উদ্ঘাটিত অপরিশোধিত ভ্যাট বাবদ ৮ দশমিক ২৯ কোটি টাকা জমা দিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। আজ সোমবার ওয়ান ব্যাংক স্বপ্রণোদিত হয়ে এই ভ্যাট পরিশোধ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ দশমিক ২৯ কোটি টাকা অপরিশোধিত ভ্যাট উদ্ঘাটন করে। ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায়, বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এই তিন অর্থবছরে নিয়মবহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভূত হয়।
ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেয়। পরে ওয়ান ব্যাংক আজ অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় ৮ দশমিক ২৯ কোটি টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়। এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসাবে যোগ হবে।
এনবিআরের সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১