সিএমএসএমই খাতের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের সময় আরো তিন মাস বাড়লো

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-০৩ ১০:২৯:১৬

image

কভিড মহামারী সৃষ্ট আর্থিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (সিএমএসএমই) সুরক্ষা দিতে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল সরকার। প্রণোদনার অর্থ স্বল্পসুদের ঋণ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) বিতরণ করার কথা। যদিও দুই দফায় সময়সীমা পেছানো হলেও অনেক ব্যাংক ও এনবিএফআই লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যর্থ হয়েছে।

এ অবস্থায় সিএমএসএমই খাতের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের সময়সীমা আরো তিন মাস বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ি, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ খাতের প্রণোদনা প্যাকেজের অর্থ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস’ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে নতুন এ নির্দেশনা দেয়া হয়।

আজ রোববার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সিএমএসএমই প্যাকেজের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা ২০২০ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্যাকেজের আওতায় তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হলেও কিছু কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তা অর্জন করতে পারেনি। সিএমএসএমই প্যাকেজের আওতায় সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্জন নিশ্চিত করতে উক্ত প্যাকেজের আওতায় ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

প্যাকেজের আওতায় যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি তাদের লক্ষ্যমাত্রার অবিতরণকৃত অংশের বিতরণ ৩১ মার্চের মধ্যে নিশ্চিত করতে একটি মাসভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ১৭ জানুয়ারির মধ্যে ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস’ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১