বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ গঠন করা হয়েছে। সেগুলো হচ্ছে—ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামি ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে নতুন চার বিভাগ গঠনের বিষয়টি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি জানান।
এতে বলা হয়, ব্যাংক পরিদর্শন ও পরিপালনসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের আওতাধীন ব্যাংকের প্রধান কার্যালয় ও তাদের শাখায় পরিদর্শন পরবর্তী পরিপালনসংক্রান্ত কার্যক্রম সম্পাদন, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও ২০১৯ সালের মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালায় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন এবং ইসলামি ব্যাংকিং–সংক্রান্ত প্রবিধি, নীতি প্রণয়নসহ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বাস্তবায়নের জন্য নতুন চারটি বিভাগ গঠন করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংক পরিদর্শন বিভাগ-১–এর আওতায় সোনালী ও রূপালী ব্যাংক এবং ব্যাংক পরিদর্শন বিভাগ-১–এর আওতায় জনতা ও অগ্রণী ব্যাংক থাকবে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১