৮ মাসের মাথায় পদত্যাগ করলেন ব্যাংক এশিয়ার এমডি আদিল চৌধুরী

ব্যাংকবীমাবিডি || ২০২৩-০৭-৩১ ১১:৪৬:২৬

image

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।  

জানা গেছে, আদিল চৌধুরীর পদত্যাগপত্র এখনো ব্যাংকটির পরিচালনা পর্ষদে গৃহীত হয়নি, তবে তিনি আর কর্মস্থলে যাচ্ছেন না। গত বছরের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে যোগ দেন আদিল চৌধুরী। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন আদিল চৌধুরী। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।

ব্যাংকটির পর্ষদের একটি সূত্র জানায়, গত বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি। সেদিনই ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

গতকাল ব্যাংকটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেইলে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমডি আদিল চৌধুরী ছুটিতে থাকবেন। এই সময়ে এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত এমডি শফিউজ্জামান।

এ নিয়ে জানতে শফিউজ্জামানকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১