বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মানসুরা পারভীন

ব্যাংকবীমাবিডি || ২০২২-০৬-১৯ ১০:৪৯:০৩

image

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে পদোন্নতি পেয়েছেন মানসুরা পারভীন। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৮ জুন তাকে পদোন্নতি দেওয়া হয় বলে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মানসুরা পারভীন ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে যোগদান করেন। তিনি মহাব্যবস্থাপক-পরিচালক হিসেবে পরিসংখ্যান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরিসংখ্যান বিভাগের ব্যালেন্স অব পেমেন্টস উপ-বিভাগ, মনিটারি অ্যান্ড ফিন্যানশিয়াল স্ট্যাটিসটিকস উপ-বিভাগসহ মনিটারি পলিসি বিভাগে কর্মরত ছিলেন।

তিনি ১৯৬৬ সালের ৩ জুলাই গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার মিয়াপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১