টাকা দিবস ঘিরে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে দেশের প্রথম ব্যাংকনোট ও মুদ্রাবিষয়ক পত্রিকা কালেক্টার। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে সংগ্রাহক মহাসমাবেশ (৫০তম), মেগা অকশন ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন।
আগামীকাল শুক্রবার (৪ মার্চ) ও শনিবার (৫ মার্চ) রাজধানীর ফার্মগেটে ৬৮, কাজী নজরুল ইসলাম এভিনিউতে এ উৎসবের আয়োজন করা হবে।
বুধবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ৪ মার্চ প্রথমবারের মতো টাকা দিবস পালনের উদ্যোগ নেয় এ পত্রিকাটি। চলতি বছর কাগজি টাকা প্রচলনের সুবর্ণজয়ন্তীকে (১৯৭২-২০২২) সামনে রেখে ব্যাপক উদ্দীপনার সঙ্গে দিবসটি পালনের লক্ষ্য তাদের।
কালেক্টারের ব্যবস্থাপনা সম্পাদক প্রকৌশলী এস এম আকিবুর রহমান বলেন, ১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব মুদ্রা হিসেবে টাকার প্রচলন শুরু করে সরকার। তবে জাতীয় জীবনে টাকার তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকলেও এ দিবসটিকে স্মরণীয় করে রাখতে এতদিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে গত বছর থেকে মুদ্রা সংগ্রাহকদের সঙ্গে নিয়ে দিবসটি পালনের উদ্যোগ নেয় কালেক্টার। আশা করি ভবিষ্যতে জাতীয়ভাবে টাকা দিবস পালনে বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসবে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও নিজস্ব মুদ্রা ছিল না সে সময়। এতে সার্বিক অর্থব্যবস্থা সংকটে পড়ে। সংকট কাটাতে দ্রুত নিজস্ব মুদ্রার প্রচলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের নকশা ও মুদ্রণে (১, ৫, ১০ ও ১০০ টাকা) চার ধরনের নোট দেশের বাজারে ছাড়া হয়।
ওই সময় জালনোটও ছড়িয়ে পড়ে বাজারে। এ কারণে তৎকালীন সরকার দ্রুত নিজস্ব নকশায় টাকা প্রচলনের উদ্যোগ নেয়। এ নকশা করার দায়িত্ব পান চারুকলা থেকে পাস করা তরুণ শিল্পী কে জি মুস্তাফা।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১