আইএফআইসি ব্যাংকের ৪৪১ কোটি টাকায় শেয়ার বিক্রি

ব্যাংকবীমাবিডি || ২০২২-০২-২১ ০৬:১৪:৩৮

image

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের কাছে থাকা নেপাল-বাংলাদেশ ব্যাংকে শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। আইএফআইসি ব্যাংকের কাছে নেপাল বাংলাদেশ ব্যাংকের মোট ৬১৮ কোটি ৭০ লাখ রুপির শেয়ার রয়েছে।

শারিকা চৌধুরী নামে এক নেপালির কাছে আইএফআইসি ব্যাংক এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্যমতে, বর্তমান বিনিময় হার অনুযায়ী এসব শেয়ারের হস্তান্তর মূল্য ৪৪০ কোটি ৭৩ লাখ টাকা (৭২ পয়সা)। আইএফআইসি ব্যাংকও জানায়, তাদের হাতে থাকা নেপাল-বাংলাদেশ ব্যাংকের সুমদয় উদ্যোক্তা শেয়ার ৬১৮ কোটি ৭০ লাখ নেপালি রুপিতে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এসব শেয়ার কিনবেন নেপালের রাজধানী কাঠমাণ্ডুর বাসিন্দা শারিকা চৌধুরী। তবে তার বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি।

এখন নেপালের কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য কর্তৃপক্ষ অনুমতি দিলে আইএফআইসি এ শেয়ার বিক্রি করতে পারবে।

এর আগে গত জুলাইয়ে নেপালে যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানার অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড।

২৭ বছর আগে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ওই ব্যাংকের গোড়াপত্তন করে আইএফআইসি। সেসময় এর ৫০ শতাংশের মালিকনা ছিল আইএফআইসির হাতে। বাকি ৫০ শতাংশের মালিক ছিলেন নেপালের কয়েকজন উদ্যোক্তা।

১৯৯৪ সালের ৬ জুন চালু হওয়া ব্যাংকটির ৪০ দশমিক ৮৯ শতাংশ শেয়ার এখন আইএফআইসি ব্যাংকের হাতে রয়েছে। ব্যাংকটি নেপালের শেয়ারবাজারে তালিকাভুক্ত।

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bankbimabd এ লাইক দিন

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১