সোনালী ব্যাংকের নতুন পরিচালক মতিউর রহমান

ব্যাংকবীমাবিডি || ২০২২-০২-১৪ ১০:৫৮:০১

image

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হি‌সে‌বে নিয়োগ পেয়েছেন ড. মো. মতিউর রহমান। তি‌নি তিন বছর ব্যাং‌কের প‌রিচালক হিসেবে দা‌য়িত্ব পালন কর‌বেন। ড. মতিউর রহমান কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল ঢাকার সদস্য। 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ নিয়োগ দেয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে তিন বছর মেয়াদি এ নিয়োগ দেওয়া হয়।

ড. মো. মতিউর রহমান বরিশালের মুলাদী উপজেলার কৃতি সন্তান হিসেবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে সম্মান ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রিস্টস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ভ্যাট এবং কাস্টমস বিষয়ে দেশ-বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন। পাশাপাশি বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bankbimabd এ লাইক দিন

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১