ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো চুরি হয়েছে। অনলাইনে ইন্সট্যান্ট ব্যাংক ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে এ অর্থ চুরি করা হয় বলে জানিয়েছে ব্রাজিলের সাউপাউলো পুলিশ। অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেফতারও করেছে পুলিশ।
জানা গেছে, চুরি করা অর্থের পরিমাণ ছিল ২ লাখ ২০ হাজার ব্রাজিলিয়ান রিয়েল। ইউরোর হিসেবে তার পরিমাণ ছিল ৩৭ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকার বেশি।
পুলিশের দেয়া ভাষ্য মতে, যে তরুণকে গ্রেফতার করা হয়েছে, তিনি আসলে একটি কোম্পানির প্রশাসনিক সহকারী। তিনি একটি অপরাধ চক্রের হয়ে কাজ করছিলেন।
জানা গেছে, অভিযুক্ত তরুণ পিআইএক্স নামের ইন্সট্যান্ট অনলাইন ব্যাংক ট্রান্সফার পদ্ধতির সহায়তা নিয়েছিলেন। আর এভাবেই ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারসহ অনেক ব্যাংক ক্লায়েন্টের অর্থ সরানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্য ফেলে দেয়ায় সেটি তদন্তে নেমেছিল ব্রাজিলের আঞ্চলিক অপরাধমূলক তদন্ত সংস্থা।
অপরাধের সঙ্গে জড়িত বাকিদেরও তারা বের করতে পেরেছেন। নেইমার অবশ্য এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bankbimabd এ লাইক দিন
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১